তেরখাদা উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ওসংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত এই উপজেলাকে ঘিরে রয়েছে কালিয়া, ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের অন্যান্য উপজেলাসমূহ। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলারমতই, তবুও কিছুটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। যেমন কথ্য ভাষায় মহাপ্রাণধ্বনি অনেকাংশে অনুপস্থিত, অর্থাৎ ভাষা সহজীকরণের প্রবণতা রয়েছে। তেরখাদা,চিত্রানদী প্রভৃতি উপজেলার আঞ্চলিক ভাষার সাথে সন্নিহিত খুলনা অঞ্চলের ভাষার অনেকটাই সাযুজ্য রয়েছে। নদী গুলোর গতিপ্রকৃতি তেরখাদার মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে তেরখাদার সভ্যতা বহুপ্রাচীন। ।সাংস্কৃতিক পরিমন্ডলে তের অবদানও অনস্বীকার্য।
যেসব সরকারী সংস্কৃতি বিষয়ক সংস্থা তেরখাদায় কাজ করছে সেগুলো হলোঃ
* উদিচী শিল্পগোষ্ফী, তরেখাদা
* বাংলাদেশ শিশু একাডেমী, দেবিদ্বার উপজেলা শাখা
* গণ গ্রন্থাগার, তেরখাদা,খুলনা
*উপজেলা রসোর্স মডেল কেয়ারটেকার
* প্রভৃতি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস