Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঐতিহ্য

উৎসবের আমেজে তেরখাদা উপজেলায় প্রায় ৬০ থেকে ৭০ বছর আগে থেকেই ষাড়ের লড়াই প্রচলিত। বছরের শুকনা মৌশুমে অর্থাত গ্রিষ্ম কালে খোলা মাঠ বা বিলে এ ষাড়ের লড়াইয়ের আয়োজন করেন এলাকার কিছু শ্রেণীর লোক। ষাড়ের লড়াইয়ে অংশনেয় আশপাশের বেশ কিছু জেলার মানুষ।গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, নড়াইল, বাগেরহাট, পিরোজপুর, যশোর এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ জেলার কিছু ষাড় বা বুল ফাইটার।ঐতিহ্য ধরে রাখতে এবং মানুষকে আনন্দ দিতে তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকায় বর্ণিল সাজে সাজিয়ে এ সব লড়াই অনুষ্টিত হয়।হাজার হাজার দর্শকদের সাড়ায় মেতে উঠে প্রথম রাউন্ড , দ্বিতীয় রাউন্ড, তৃতিয় রাউন্ড থেকেই লড়াই ।লোকজ উৎসবে মিলিত হতেও বিলুপ্ত প্রায় লোক সাংকৃতিকে ধরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন ।

 

 

এ উপজেলায় ষাড়ের লড়াইয়ের পাশাপাশি জারি গান, নৌকাবাইচ, হাডুডু খেলা ও বেশ প্রচলিত।