খুলনা জেলার উত্তরে তেরখাদা উপজেলা অবস্থিত। খুলনা শহর থেকে তেরখাদা উপজেলা পরিষদে আসার জন্য খুলনা জেলখানা ঘাট পার হয়ে সেনের বাজারে আসতে হবে। সেখান থেকে বাস, টেম্পু, লেগুনা, মটর সাইকেল ইত্যাদি যানবাহনে করে তেরখাদা উপজেলা সদরে আসা যাবে।
দূরত্বঃ২৩ কিঃমিঃ
ভাড়া :
বাস/টেম্পু/লেগুনাঃ ৪০/-
মটর সইকেলঃ ৮০ - ১৫০/-
উপজেলা পরিষদ কার্যালয়েআসার জন্যঃ
তেরখাদায় বাস থেকে নেমে ভ্রান/রিক্সা/ইজি বাইকে করে তেরখাদা উপজেলা পরিষদ কার্যালয়ে আসা যাবে।
দূরতঃ এক কিলোমিটারের কম।
ভাড়াঃ সর্বোচ্চ ০৫/- টাকা।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
তেরখাদা, খুলনা
টেলিফোন নং- ০৪০ ২৯৫৬০০১
ই-মেইল- unoterokhada@mopa.gov.bd
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস