খুলনা জেলাধীন তেরখাদা উপজেলার মানুষ বিভিন্ন সময়ে অবসরে মেতে থাকে বিভিন্ন প্রকার খেলাধূলায়। এর মধ্যে অন্যতম হলঃ হা-ডু-ডু, কাবাডি, ফুটবল, ক্রিকেট,ভলিবল, লাঠি খেলা, দড়ি টানা, ডাংপুটি, দৌড়, লাফ, ঝাঁফ, গোল্লাছুট, র্যাকেট, হা-ডু-ডু, ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, ইত্যাদি।
এছাড়াও শীত মৌসুম এলেই গ্রামে গ্রামে বিনোদনের জন্য চলে নানা আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিভিন্ন প্রকার জারী, সারি, বাউল, যাত্রা, পালা, কবি গান, গাজীর গীত সহ বিভিন্ন প্রকার সাংস্কৃতি অনুষ্ঠানে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস