Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

   তেরখাদার নামকরণ নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে।সর্বাধিক গ্রহণযোগ্য হলো এ এলাকায় ১৬ বিঘা জমি নিয়ে হয় ১ খাদা,তেমনি ১৩x১৬=২০৮ বিঘা জমিতে চিত্রা নদীর চরে ২ শতাধিক বছর পূর্বে প্রথম জনবসতি গড়ে উঠে।সেই থেকে এর নাম হয় তেরখাদা।

   ১৯১৮ খ্রিঃ তেরখাদা থানার সৃষ্টি এবং প্রশাসনিক বিকেন্দ্রী করণের ফলশ্রুতিতে থানাটি পরবর্তীতে উপজেলার মর্যাদা লাভ করে।  ভৌগলিক অবস্থাগত কারণে তেরখাদা উপজেলাটি গুরুত্বপূর্ণ,যার উত্তরে কালিয়া উপজেলা, দক্ষিণে রুপসা উপজেলা, পুর্বে মুল্লাহাট উপজেলা ও পশ্চিমে দিঘলিয়া উপজেলা অবস্থিত।

 

এক নজরে তেরখাদা উপজেলাঃ

উপজেলার আয়তনঃ   ৪৬০৯৫'৩৮ একর=১৮৬'৫৪ বঃকিঃ   

ইউনিয়ন সংখ্যাঃ     ৬ টি

সাধারণ ওয়ার্ডের সংখ্যাঃ ৫৪ টি

মৌজা সংখ্যাঃ ৩৩টি

গ্রামের সংখ্যাঃ ১০০টি 

লোক সংখ্যাঃ ১,১৮,৮৫৪ জন

পুরুষঃ ৬২,১২১ জন

মহিলাঃ৫৬,৭৩৩ জন

জন ঘনত্বঃ ৬৩৭ জন (প্রতি বর্গ কিঃমিঃ)

পরিবারের সংখ্যাঃ ২৬,৩০৪

হাট বাজারের সংখ্যাঃ ৮ টি

মহা বিদ্যালয়ের সংখ্যাঃ ৪ টি

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১৬টি

টেকনিক কলেজ (বিএম)সংখ্যাঃ ৩ টি

কৃষি ডিপ্লোমা কলেজ সংখ্যাঃ ১ টি

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১৬ টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ২ টি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৫৩ টি

রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৪৬ টি

দাখিল মাদ্রাসার সংখ্যাঃ ৬ টি

আলিম মাদ্রাসার সংখ্যাঃ ১টি

শিক্ষার হারঃ ৬৫%