তেরখাদার নামকরণ নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে।সর্বাধিক গ্রহণযোগ্য হলো এ এলাকায় ১৬ বিঘা জমি নিয়ে হয় ১ খাদা,তেমনি ১৩x১৬=২০৮ বিঘা জমিতে চিত্রা নদীর চরে ২ শতাধিক বছর পূর্বে প্রথম জনবসতি গড়ে উঠে।সেই থেকে এর নাম হয় তেরখাদা।
১৯১৮ খ্রিঃ তেরখাদা থানার সৃষ্টি এবং প্রশাসনিক বিকেন্দ্রী করণের ফলশ্রুতিতে থানাটি পরবর্তীতে উপজেলার মর্যাদা লাভ করে। ভৌগলিক অবস্থাগত কারণে তেরখাদা উপজেলাটি গুরুত্বপূর্ণ,যার উত্তরে কালিয়া উপজেলা, দক্ষিণে রুপসা উপজেলা, পুর্বে মুল্লাহাট উপজেলা ও পশ্চিমে দিঘলিয়া উপজেলা অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস